মহানন্দা 
 ভারত 
ও
বাংলাদেশের একটি নদী। 
হিমালয় পর্বতের 
ভারতের 
 পশ্চিমবঙ্গ 
রাজ্যের দার্জিলিং জেলার পার্বত্য অংশে এই নদীটি উৎপন্ন হয়েছে। উৎপন্ন স্থান থেকে 
এই নদীটি 
পশ্চিমবঙ্গের 
উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি
বাংলাদেশে প্রবেশ 
করেছে।
বাংলাদেশের ভিতর দিয়ে কিছুটা প্রবাহিত হওয়ার পর 
নদিটি আবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করেছে। এরপর আবার
বাংলাদেশের
চাঁপাই নবাবগঞ্জ
		জেলার ভোলাহাট উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে। 
চাঁপাই নবাবগঞ্জ
		জেলার
		রোহনপুরে এই নদীর 
সাথে মিলিত হয়েছে 
পুনর্ভবা নদী। পরে উভয় 
নদীর মিলিত স্রোত মহানন্দা নামে প্রবাহিত হয়ে 
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পদ্মার সঙ্গে 
মিলিত হয়েছে। 
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। গরম কাল ও শীতকালে 
নদীর পানি কমে যায়, আর বর্ষা মৌসুমে নদীর দুই কুল ছাপিয়ে বন্যা হয়ে থাকে। 
বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর অংশটির দৈর্ঘ্য ৩৬ কিমি।
উপনদী: পুনর্ভরা, নাগর, ট্যাংগন, কলিখ।