চাপাই নবাবগঞ্জ জেলা
 

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা।
স্থানাঙ্ক : ২৪°২২  হতে ২৪°৫৭ উত্তর অক্ষাংশ এবং ৮৭°৫৫`হতে ৮৮°২৩ `পূর্ব দ্রাঘিমাংশ

অবস্থান: বাংলাদেশের মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জের অবস্থান সর্ব পশ্চিমে। পূর্বদিকে
রাজশাহীনওগাঁ‎ জেলা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা, পশ্চিমে পদ্মা নদী ও মালদহ জেলা এবং দক্ষিণে পদ্মা  নদী ও মুর্শিদাবাদ জেলা (পশ্চিমবঙ্গ)।
 

এর আয়তন ১,৭০২.৫৬  বর্গকিলোমিটার। এই জেলার উপজেলা সংখ্যা ৫টি। এই উপজেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট। এই জেলার থানার সংখ্যা ৫টি। এগুলো হলোনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট। এই জেলার পৌরসভা ৪টি। এগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল। জেলার ইউনিয়ন ৪৫টি,এবং গ্রাম ১,১৩৬টি।

দেখুন: চাঁপাই নবাবগঞ্জের ইতিহাস
        
নদ-নদী :

বিল ও জলাভূমি:
নদ-নদীর পাশাপাশি এ জেলায় রয়েছে বিলভাতিয়া, বিল চুড়ইল, বিল সিংড়া, বিল হোগলা, বিল পুটিমারি, বিল আনইল এবং বিল মরিচাদহ ও বিল কুমিরাদহ এর মত অসংখ্য বিল ও জলাভূমি। বর্তমানে এসকল বিলের অধিকাংশ ভরাট হয়ে মাঠান ভূমিতে পরিণত হচ্ছে।


ভূ-প্রকৃতি
ভূ-প্রকৃতির বিচারে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে দুটো ভাগে বিভক্ত করা যায়। যথা ১. বরেন্দ্র অঞ্চল ও ২. দিয়াড় অঞ্চল।

জলবায়ু: চাঁপাইনবাবগঞ্জ জেলার জলবায়ু রুক্ষ ও চরমভাবাপন্ন। এখানকার সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপমাত্রা যথাক্রমে ৪৪ ডিগ্রি সেলসিয়াস ও ৪ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৮৬ সেন্টিমিটার।

 

চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থান :
দাসবাড়ি মসজিদ
সোনা মসজিদ (ছোটো)

 


সূত্র :
http://www.rajshahi.gov.bd