শীতলক্ষ্যা
বাংলাদেশের তন  ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী নদী। 

পুরাতন ব্রহ্মপুত্র থেকে ৪টি শাখা নদী উৎপন্ন হয়েছে। এই নদীগুলো হলো
বংশী, বানার, শ্রীকালী ও সাতিয়া। এর ভিতরে বংশী
ঘুর পথে তুরাগ নদী রূপে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গায় পতিত হয়েছে। অন্যদিকে বানার, শ্রীকালী ও সাতিয়ার মিলিত ধারা শীতলক্ষ্যা নামে প্রবাহিত হয়ে, শ্রীপুর উপজেলার ৭-৮ কিমি পূর্ব পাশ দিয়ে দক্ষিণমুখী হয়ে কাপাসিয়া উপজেলা শহরে প্রবেশ করেছে। এরপর কালীগঞ্জ, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ জেলাকে দুই ভাগে বিভক্ত করে  নারায়ণগঞ্জ জেলার মদনগঞ্জের দক্ষিণে ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়ে। পরে এই নদী শীতলক্ষ্যা নাম নিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গজারিয়ার কাছে মেঘনায় পতিত হয়েছে।