গায়নার পতাকা

গায়না
Guyana
দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
রাষ্ট্রীয় নাম:
Co-operative Republic of Guyana

গায়না পতাকা:   ভৌগোলিক অবস্থান:
১. মহাদেশীয় অবস্থান ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এটি ক্যারিবীয় অঞ্চলের সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত। ২. ভৌগোলিক স্থানাঙ্ক গায়না মোটামুটি ১° থেকে ৯° উত্তর অক্ষাংশ এবং ৫৬° থেকে ৬২° পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। . ভৌগোলিক অঞ্চল : গায়নাক মূলত চারটি প্রধান ভাগ করা হয়ে থাকে।
  • উপকূলীয় সমভূমি: দেশের উত্তর দিকে অবস্থিত নিচু ও উর্বর এলাকা, যেখানে অধিকাংশ মানুষ বাস করে।
  • পাহাড়ি বালুময় অঞ্চল: ভেতরের দিকে সাদা বালু ও ছোট ছোট পাহাড় বিশিষ্ট এলাকা।
  • অভ্যন্তরীণ উচ্চভূমি: দক্ষিণ ও পশ্চিমের মালভূমি এবং মাউন্ট রোরাইমার মতো উঁচু পর্বতমালা।
  • সাভানা অঞ্চল: দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিশাল ঘাসভূমি যা 'রুপুনুনি সাভানা' নামে পরিচিত।
ইতিহাস: গায়নার ইতিহাস বেশ বৈচিত্র্যময় এবং ঔপনিবেশিক শাসনের উত্থান-পতনের গল্পে ভরপুর। দেশটির ইতিহাসকে মূলত কয়েকটি প্রধান যুগে ভাগ করা যায়: