ভেনেজুয়েলার পতাকা

ভেনেজুয়েলা
Venezuela
দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ।
রাষ্ট্রীয় নাম:বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা (Bolivarian Republic of Venezuela)

ভেনিজুয়েলার পতাকা: ভেনেজুয়েলার জাতীয় পতাকাটি হলুদ, নীল এবং লাল রঙের তিনটি সমান অনুভূমিক স্ট্রাইপ নিয়ে গঠিত, যার মাঝখানে অর্ধবৃত্তাকারে সাজানো আটটি সাদা তারা রয়েছে।
পতাকার রঙের তাৎপর্য:
>ভৌগোলিক অবস্থান: ভৌগোলিক স্থানাঙ্ক। রাজধানী কারাকাস
(Caracas)। অক্ষাংশ: ১০°৩০' উত্তর দ্রাঘিমাংশ: ৬৬°৫৬' পশ্চিম। শহরটি ভেনেজুয়েলার উত্তর অংশে, উপকূলীয় পর্বতশ্রেণীর একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত। এটি ক্যারিবীয় সাগর থেকে মাত্র কয়েক মাইল দূরে, তবে বিশাল আভিলা পর্বতমালা শহরটিকে সমুদ্র থেকে আলাদা করে রেখেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৯০০ মিটার (৩,০০০ ফুট), যার কারণে এর আবহাওয়া বেশ মনোরম থাকে।

আয়তন: প্রায় ৯,১২,০৫০ বর্গ কিলোমিটার (৩,৫২,১৪৪ বর্গ মাইল)। আয়তনের দিক থেকে ভেনেজুয়েলা বিশ্বের ৩৩তম বৃহত্তম দেশ। এটি দক্ষিণ আমেরিকার ৬ষ্ঠ বৃহত্তম দেশ। জনসংখ্যা: ২০২৬ খ্রিষ্টাব্দের শুরুতে ভেনেজুয়েলার জনসংখ্যা আনুমানিক ২ কোটি ৮৫ লক্ষ থেকে ২ কোটি ৯০ লক্ষের মধ্যে।

ঘনত্ব:
প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৩২ জন।

জাতিগত বিন্যাস ভেনেজুয়েলার সমাজ অত্যন্ত মিশ্র প্রকৃতির:

ধর্ম: ভেনেজুয়েলা ঐতিহাসিকভাবে একটি খ্র িষ্ট ধর্ম প্রধান দেশ। দেশটির সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত এবং রাষ্ট্র ও ধর্ম সম্পূর্ণ পৃথক (ধর্মনিরপেক্ষ)। ২০২৬ খ্রিষ্টব্দের প্রাক্কলন অনুযায়ী ভেনেজুয়েলার ধর্মীয় রূপরেখা দেওয়া হলো

১. প্রধান ধর্মসমূহ ভেনেজুয়েলার অধিকাংশ মানুষ খ্রি ষ্টা ন ধর্মের অনুসারী:

মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার
(Venezuelan Bolívar) । < ২০২১ খ্রিষ্টাব্দ অক্টোবর থেকে বলিভার ডিজিটাল চালু করা হয়। এর অর্থ এই নয় যে এটি শুধু অনলাইনে চলে; বরং এটি সাধারণ কাগুজে নোট হিসেবেই ব্যবহৃত হয়। ইতিহাস ভেনেজুয়েলার ইতিহাস যেমন বীরত্বগাথায় পূর্ণ। দেশটির ইতিহাসকে মূলত চারটি প্রধান যুগে ভাগ করা যায়:

ঔপনিবেশিক পূর্ব যুগ ও স্প্যানিশ শাসন আদিবাসী: ইউরোপীয়রা আসার আগে এখানে 'আরাওয়াক', 'কারিব' এবং 'চিবচা' জনগোষ্ঠীর মানুষ বাস করত।

একনায়কতন্ত্র ও গণতন্ত্র: ১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশটি বারবার সামরিক অভ্যুত্থান এবং একনায়কতন্ত্রের মধ্য দিয়ে গেছে। ১৯৫৮ খ্রিষ্টাব্দে দেশটিতে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং কয়েক দশক ধরে এটি লাতিন আমেরিকার অন্যতম স্থিতিশীল রাষ্ট্র ছিল।