কলম্বিয়ার পতাকা

কলম্বিয়া
ইংরেজি Colombia

দক্ষিণ আমেরিকা  মহাদেশের একটি দেশ।  রাজধানী বোগাদা

ভৌগোলিক অবস্থান:  ৪° উত্তর ২° পশ্চিম। এর উত্তরে ক্যারাবিয়ান সাগর; উত্তর-পূর্বে ভেনিজুয়েলা; পূর্বে ব্রাজিল, দক্ষিণে পেরু, ইকুয়েডর, পানামা এবং প্রশান্ত মহাসাগর।

মোট আয়তন: ১১,৪১,৭৪৮ বর্গকিলোমিটার (৪,৪০,৮৩১ বর্গমাইল)
জনসংখ্যা: ৪,৯৭,৫৫,৯৭১ (২০১৮ খ্রিষ্টাব্দ)
ধর্ম: রোমান ক্যাথোলিক।
সরকারি ভাষা: স্প্যানিশ।
মুদ্রা: কলম্বিয়ান পেসো

ইতিহাস:
আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের আসার আগে বর্তমান কলম্বিয়া অঞ্চলটিতে আদিবাসীদের বাস্থান ছিল এদের মধ্যে অন্যতম আদিবাসীরা ছিল 'চিবচা'। ১৬শ শতক স্পেনীয় অভিযাত্রীরা এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। ১৯শ শতক পর্যন্ত কলম্বিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৮১৯ খ্রিষ্টাব্দে দেশটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে এটি একটি নির্বাচিত সরকার-শাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়।