পেরুর পতাকা

পেরু
ইংরেজি Peru দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। ১৮২১ খ্রিষ্টাব্দে স্পেনের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। রাজধানী লিমা।

ভৌগোলিক অবস্থান:  ১২
°২,৬ দক্ষিণ ৭°১.৭ পশ্চিম। এর উত্তরে ইকুয়েডের ও কলম্বিয়া; পূর্বে ব্রাজিল ও বলিভিয়া; দক্ষিণে চিলি; পশ্চিমে প্রশান্ত মহাসাগর।

মোট আয়তন: ১২,৮৫,২১৬ বর্গকিলোমিটার (৪,৯৬,২২৫ বর্গমাইল)

জনসংখ্যা: ৩,২১,৬৮,৬৯৭ (২০১৮ খ্রিষ্টাব্দ)

সরকারি ভাষা: স্প্যানিশ। অন্যান্য ভাষা কুয়েচুয়া, আয়মারা

জাতিগোষ্ঠী:
৪৫%, আমেরিনডিয়ান, ৩৭% মেসটিজো, ১৫%, শ্বেতাঙ্গ ও অন্যান্য ৩%।

মুদ্রা: সোল (পেন)

পেরুর ইতিহাস:
পেরুর ইতিহাসের উৎস হিসেবে ইনকা সভ্যতা সভ্যতাকে ধরা হয়ে। প্রায় ১১০০-১২০০ খ্রিষ্টাব্দের দিকে দক্ষিণ আমেরিকায় আগত আদিবাসঢীরা অন্দিজ পর্বতমালার পেরুর উচ্চভূমির দিকে চলে আসে এবং এখানকার কুজবেন নামক স্থানে বসতি স্থাপন করে। ১২০০ খ্রিষ্টাব্দের দিকে ধীরে ধীরে এখানে রাজতন্ত্র গড়ে ওঠে। এদের সম্রাটের উপাধি ছিল কাপাক (
capac) নামে অভিহিত হতে থাকে। ইনকা ইতিহাসে মান্‌কো কাপাক (Manco Capac)-কে প্রথম সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। এই সম্রাট তৈরি করেছিলেন কুজ্‌কো (Cuzco) নগরী। কালক্রমে এই রাজশক্তির হাতে ছোটো ছোটো রাজ্য পরাজিত হলে, ইনকা রাজ্যের প্রসার ঘটে।

১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে সম্রাট পাচুকুটি মাচুপিচু নগরী তৈরি করেছিলেন এই নগরীটি কেন তৈরি করেছিলেন, তা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। অনেকে মনে করেন মাচুপিচু নগরীটি ছিল সম্রাটের নিজস্ব সম্পদ।
        বিস্তারিত: ইনকা সভ্যতা

 ১৬শ শতকে ইনকা সভ্যতার পতন ঘটে
স্পেনের কাছে।  ১৮২৪ খ্রিষ্টাব্দের ১৪ই আগষ্ট পেরু স্পেনীয় উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ৩১শে অক্টোবর জাতিসংঘে যোগদান করে।