চুরুলিয়া

ভারত প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের বর্ধমান বিভাগের অন্তর্গত পশ্চিম-বর্ধমান জেলা'র আসনসোল মহকুমার জামুরিয়া সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত কটি গ্রাম। কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি'র কারণে গ্রামটি বিশেষভাবে আলোচিত হয়ে থাকে।  গ্রামটি জামুরিয়া বিধানসভার অধীনে।

ভৌগোলিক স্থানাঙ্ক:
২৩.৭৮° উত্তর ৮৭.০৮° পূর্ব।
ভৌগোলিক অবস্থান: চুরুলিয়ার উত্তরে অজয়নদের তীর্বর্তী চিচুরবিল, দক্ষিণে দামোদর নদ। এই দু্‌ই নদের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এর দক্ষিণ দিকে রয়েছে আসানসোল, রাণীগঞ্জ ও অণ্ডাল রেলস্টেশন।
উচ্চতা: সমুদ্রতল হতে এর গড় উচ্চতা হল ৯৪ মিটার (৩১১ ফুট)।

ধারণা করা হয় যে প্রাচীনকালে চুরুলিয়ায় একটি দুর্গ ছিল। এটি খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে আফগান সর্দার শের খানের অধিকারে এসেছিল। গ্রামে একটি ঢিপি দেখা যায় যা দুর্গের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়। মুসলিম শাসন আমলে চুরুলিয়ায় একটি মসজিদ নির্মিত হয়েছিল। এটি একটি ইসলামিক স্থাপত্যের উত্তম উদাহরণ।

নজরুলের জন্মভূমি হিসেবে এই গ্রামটির রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ব্যাপক পরিবর্ত করা হয়েছে নজরুলের বাসস্থান, নজরুলের শৈশবের মসজিদ ও মক্তব। এখানে স্থাপন করা হয়েছে চুরুলিয়া নজরুল একাডেমী এবং টাউন লাইব্রেরী স্থাপিত হয়েছে।