দামোদর নদ
ভারতের পশ্চিমবঙ্গ নামক প্রদেশের একটি নদী। এটি  হুগলী নদীর একটি শাখা নদ। এটি বাঁকুড়া বর্ধমান বিভাগকে পৃথক করেছে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে, পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে এই নদটির উৎপত্তি হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ, হাজারীবাগ, কোডার্মা, গিরিডি, ধানবাদ, বোকারো, চাতরা জেলা অতিক্রম করে নদীটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই রাজ্যের বর্ধমান অতিক্রম করে কলকাতার ৫০ কিলোমিটার দক্ষিণে হুগলী নদীর সাথে মিলিত হয়ে হুগলী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে।এই নদটির চলনপথ বেশ সর্পিল। দৈর্ঘ্য প্রায় ৫৯২ কিলোমিটার।