কল্পি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। কল্পি {কঌপ>কল্প(ভাগ করা) +  ই (ণিচ)} এর ভাবগত অর্থ হলো-কল্পনা করা ।  এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে এবং এর ভিতরে যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।

                         কল্পি (কল্পনা করা) +অ (অচ)=কল্প
                        
কল্পি (কল্পনা করা) +অক (ণ্বুল)=কল্পক
                        
কল্পি (কল্পনা করা) +অন্ (ল্যুট)=কল্পন
                        
কল্পি (কল্পনা করা) +অন=কল্পন
                       
কল্পি (কল্পনা করা) +অনীয় (অনীয়রঃ) =কল্পনীয়
                       
কল্পি (কল্পনা করা) +অন (যুচ্) +আ (টাপ্)=কল্পনা
                       
কল্পি (কল্পনা করা) +ত (ক্ত)=কল্পিত
                       
কল্পি (কল্পনা করা) +য (যৎ)=কল্প্য

এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে যেমন-তাকে যদি কল্পিএ অনেক উপহার/মহাভারত বিজয় পণ্ডিত সূত্র : বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়