কৃষ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো– কর্ষণ করা, এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
 

কর্ষণ করা অর্থে-

√কৃষ্ (কর্ষণ করা) +অন্ (ল্যুট) =কর্ষণ
√কৃষ্ (কর্ষণ করা) +ত (ক্ত)=কৃষ্ট
√কৃষ্ (কর্ষণ করা) +অক (ণ্বুল)=কৃষক

অপকর্ষ করা করা অর্থে-
           
কৃষ্ (আকর্ষণ করা)+ন (নক্)=কৃষ্ণ

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল : কর্ষি {কর্ষ +ই (ণিচ)}
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন মধ্যযুগীয় বাংলা ক্রিয়ামূল :
কৃষ্ >কর্ষ্

এই ধাতু থেকে নাম ও ণিজন্ত ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে। যেমন-
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু Öকষ্, Öকষা, Öকর্ষ, Öকাড়, Öকাড়া, Öকাঢ়া দেখুন : কষ, কষা, কর্ষ, কাড়, কাড়া, কাঢ়া