দ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- ১. মত্ত হওয়া। ২. হিংসা বা দ্বেষ করা উভয় অর্থে এই ক্রিয়ামূলজাত যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

মত্ত হওয়া অর্থে :

Öমদ্ (মত্ত হওয়া) +ত (ক্ত) =মত্ত (মাতাল)
Öমদ্
(মত্ত হওয়া) +অ (অপ্)= মদ
Öমদ্ (মত্ত হওয়া) +ইর্ (কিরচ) =মদির
Öমদ্ (মত্ত হওয়া)+
স্য (স্যন্) =মৎস্য

হিংসা করা অর্থে
                 
Öমদ্ (দ্বেষ করা) +সর (সরন্)=মৎস। (ঈর্ষা)

এই ধাতু থেকে ণিজন্ত ধাতু হলো- Öমদি {Öমদ্ (মত্ত হওয়া)  +ই (ণিচ)}
                   
দেখুন :
Öমদি
                   
[ও Öমাদি দেখুন : মাদি]