পড়্
বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। 
উৎস: সংস্কৃতপঠ্> বাংলা √পড়্।
ভাবগত অর্থ:পাঠ করা
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √পড়্ +আ=√পড়া।

এই ধাতু থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদসমূহ।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ পড়ে পড়েন পড়েন পড় ড়িস পড়ি
ঘটমান পড়ছে পড়ছেন পড়ছেন পড়ছ পড়ছিস পড়ছি
পুরাঘটিত পড়েছে পড়েছেন পড়েছেন পড়েছ পড়েছিস পড়েছি
অনুজ্ঞা পড়ুক পড়ুন পড়ুন রো পড়িস  
অতীত সাধারণ পড়ল পড়লেন পড়লেন পড়লে পড়লি পড়লাম
ঘটমান পড়ছিল পড়ছিলেন পড়ছিলেন পড়ছিলে পড়ছিলি পড়ছিলাম
পুরাঘটিত পড়েছিল পড়েছিলেন পড়েছিলেন পড়েছিলে পড়েছিলি পড়েছিলাম
নিত্যবৃত্ত পড়ত পড়তেন পড়তেন পড়তে পড়তিস পড়তি
ভবিষ্যৎ সাধারণ পড়বে পড়বেন পড়বেন পড়বে পড়বি পড়তাম
ঘটমান পড়তে থাকবে পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবে পড়তে থাকবি পড়তে থাকব
পুরাঘটিত পড়ে থাকবে পড়ে থাকবেন পড়ে থাকবেন পড়ে থাকবে পড়ে থাকবি পড়ে থাকব
অনুজ্ঞা পড়বে পড়বেন পড়বেন পড়বে পড়িস  
সাধু রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ পড়ে পড়েন পড়েন পড় পড়িস পড়ি
ঘটমান পড়িতেছে পড়িতেছেন পড়িতেছেন পড়িতেছ পড়িতেছিস পড়িতেছি
পুরাঘটিত পড়িয়াছে পড়িয়াছেন পড়িয়াছেন পড়িয়াছ পড়িয়াছিস পড়িয়াছি
অনুজ্ঞা পড়ুক পড়ুন পড়ুন পড় পড়্  
অতীত সাধারণ পড়িল পড়িলেন পড়িলেন পড়িলে পড়িলি পড়িলাম
ঘটমান পড়িতেছিল পড়িতেছিলেন পড়িতেছিলেন পড়িতেছিলে পড়িতেছিলি পড়িতেছিলাম
পুরাঘটিত পড়িয়াছিল পড়িয়াছিলেন পড়িয়াছিলেন পড়িয়াছিলে পড়িয়াছিলি পড়িয়াছিলাম
নিত্যবৃত্ত পড়িত পড়িতেন পড়িতেন পড়িতে পড়িতিস পড়িতাম
ভবিষ্যৎ সাধারণ পড়িবে পড়িবেন পড়িবেন পড়িবে পড়িবি পড়িব
ঘটমান পড়িতে থাকিবে পড়িতে থাকিবেন পড়িতে থাকিবেন পড়িতে থাকিবে পড়িতে থাকিবি পড়িতে থাকিব
পুরাঘটিত পড়িয়া থাকিবে পড়িয়া থাকিবেন পড়িয়া থাকিবেন পড়িয়া থাকিবে পড়িয়া থাকিবি পড়িয়া থাকিব
অনুজ্ঞা পড়িবে পড়িবেন পড়িবেন পড়িও পড়ি  

 



অসমাপিকা ক্রিয়া: