তক্ষ্
সংস্কৃত
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–
তনুকরণ, চাঁছা।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।
সম-
√
তক্ষ্ (তনুকরণ) +
অক (ণ্বুল)
=তক্ষক
সূত্র :
-
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- সরল
বাঙ্গালা অভিধান।
সুবলচন্দ্র মিত্র।