থাক্
ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল।
উৎস:  সংস্কৃত
স্থা (থাকা)> প্রাকৃত থক্‌ক> বাংলা থাক
গণ: ব্যঞ্জনান্ত ৩: থাক গণ

এর ভাবগত অর্থ হলো- থাকা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়। নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ থাকে থাকেন থাকেন থাক থাক্ , থাকিস থাকি
ঘটমান থাকছে থাকছেন থাকছেন থাকছ থাকছিস থাকছি
পুরাঘটিত থেকেছে থেকেছেন থেকেছেন থেকেছ থেকেছিস থেকেছি
অনুজ্ঞা থাকুক থাকুন থাকুন থাকো থাক্  
অতীত সাধারণ থাকল থাকলেন থাকলেন থাকলে থাকলি থাকলাম
নিত্যবৃত্ত থাকত থাকতেন থাকতেন থাকতে থাকতি থাকতাম
ঘটমান থাকছিল থাকছিলেন থাকছিলেন থাকছিলে থাকছিলি থাকছিলাম
পুরাঘটিত থেকেছিল থেকেছিলেন থেকেছিলেন থেকেছিলে থেকেছিলি থেকেছিলাম
ভবিষ্যৎ সাধারণ থাকবে থাকবেন থাকবেন থাকবে থাকবি থাকব
ঘটমান থাকতে থাকবে থাকতে থাকবেন থাকতে থাকবেন থাকতে থাকবে থাকতে থাকবি থাকতে থাকব
পুরাঘটিত থেকে থাকবে থেকে থাকবেন থেকে থাকবেন থেকে থাকবে থেকে থাকবি থেকে থাকব
অনুজ্ঞা থাকবে থাকবেন থাকবেন থেকো থাকবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ থাকে থাকেন থাকেন থাক থাকিস থাকি
ঘটমান থাকিতেছে থাকিতেছেন থাকিতেছেন থাকিতেছ থাকিতেছিস থাকিতেছি
পুরাঘটিত থাকিয়াছে থাকিয়াছেন থাকিয়াছেন থাকিয়াছ থাকিয়াছিস থাকিয়াছি
অনুজ্ঞা থাকুক থাকুন থাকুন থাকিও থাকিস  
অতীত সাধারণ থাকিল থাকিলেন থাকিলেন থাকিলে থাকিলি থাকিলাম
নিত্যবৃত্ত থাকিত থাকিতেন থাকিতেন থাকিতে থাকিতিস থাকিতাম
ঘটমান থাকিতেছিল থাকিতেছিলেন থাকিতেছিলেন থাকিতেছিলে থাকিতেছিলি থাকিতেছিলাম
পুরাঘটিত থাকিয়াছিল থাকিয়াছিলেন থাকিয়াছিলেন থাকিয়াছিলে থাকিয়াছিলি থাকিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ থাকিবে থাকিবেন থাকিবেন থাকিবে থাকিবি থাকিব
ঘটমান থাকিতে থাকিবে থাকিতে থাকিবেন থাকিতে থাকিবেন থাকিতে থাকিবে থাকিতে থাকিবি থাকিতে থাকিব
পুরাঘটিত থাকিয়া থাকিবে থাকিয়া থাকিবেন থাকিয়া থাকিবেন থাকিয়া থাকিবে থাকিয়া থাকিবি থাকিয়া থাকিব
অনুজ্ঞা থাকিবে থাকিবেন থাকিবেন থাকিয়ো থাকিবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : থাকিতে, থাকিলে, থাকিয়া।          চলিত রীতি :  থাকতে, থাকলে, থেকে