শিরকর্ম
ঊর্ধ্বক্রমবাচকতা { নৃত্যকর্ম | বিনোদন | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}

নৃত্যকর্মের অংশ বিশেষ। নৃত্যকর্মের সময় শরীরের বিভিন্ন অংশ সঞ্চালিত করা হয়। এর ভিতরে মস্তকের সঞ্চালকে শিরকর্ম বলা হয়।

ভারতীয় নৃত্যকলায়
শির বা মস্তক হলো প্রধান ছয়টি অঙ্গের একটি। এই বিচারে নৃত্যে আঙ্গিক অভিনয়ের একটি কর্ম হলো শিরকর্ম। মাথার নানা ধরণের সঞ্চালন এবং স্থির দেহকাণ্ডের বিচারে মাথাকে বিন্যস্ত করার কাজ হলো শিরকর্ম।

অভিনয় দর্পণের মতে
শিরকর্ম ৯ প্রকার। এগুলো হলো সম, উদ্বাহিত, অধোমুখ, আলোলিত, ধূত, কম্পিত, পরাবৃত্ত, উৎক্ষিপ্ত, পরিবাহিত। অন্যদিকে নাট্যশাস্ত্র মতে শিরকর্ম ১৩ প্রকার। এগুলো হলো অঞ্চিত, আকম্পিত, কম্পিত, ধূত, বিধূত, বাহিত, পরিবাহিত, উদ্বাহিত, অবধূত, অঞ্চিত, নিহঞ্চিত. ওরাবৃত্ত, উৎক্ষিপ্ত, অধোগত ও লোলিত।


সূত্র : ভারতের নৃত্যকলা। গায়ত্রী চট্টোপাধ্যায়। নবপত্র প্রকাশন, ১৮৮৯