ভীম
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর পূর্বাঙ্গ মায়াবতী এবং উত্তরাঙ্গ ভীমপলশ্রী রাগের ছায়া পাওয়া যায়। এই রাগে তার সপ্তকে কোমল গান্ধার ব্যবহৃত হয়। এর প্রকৃতি ক্ষুদ্র।

  আরোহণ: ণ্ স গ ম প ন র্স
অবরোহণ : র্স ন ধ প, ধ মপ, গমরস
ঠাট : কাফি
জাতি : ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)-সম্পূর্ণ (ঋষভ বর্জিত)।
বাদীস্বর : ঋষভ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : দিবা তৃতীয় প্রহর।
পকড় : ণ্ সগম, পগরস।

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।