চারুকেশ
পণ্ডিত রবিশঙ্কর কর্তৃক উদ্ভাবিত রাগ বিশেষ। এটি কোষ অঙ্গের একটি রাগ। মালকোষ ও চারুকেশী রাগের সংমিশ্রণে এই রাগটি সৃষ্ট হয়েছে।  তবে মালকোষের কোমল গান্ধারের পরিবর্তে শুদ্ধ গান্ধার ব্যবহৃত হয়।    

আরোহণ:  স গ ম  দ ণ র্স

অবরোহণ : র্স ণ ধ প ম গ র স।

ঠাট:

জাতি: ঔড়ব-সম্পূর্ণ।

বাদীস্বর:

সমবাদী স্বর:

অঙ্গ:

সময়: মধ্য রাত্রি ।
পকড় : গ ম প গ মর স, ণ্ স‌ দ্ প্ ম্ দ্ ণ্ স।


তথ্যসূত্র:
এবাদুল হক (সৈকত)।