গোরখ-কল্যাণ
উত্তর-ভারতীয় রাগ-সঙ্গীতের
খাম্বাজ
ঠাটের
একটি রাগ। এটি একটি ক্ষুদ্র প্রকৃতির রাগ।
আরোহণ: সরমধ, নধ, র্স
অবরোহণ : র্স, ণধ, ণধ পম, রণ্দ্স
জাতি : ষাড়ব-ষাড়ব (গান্ধার বর্জিত)।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ণধ,
পমর, ণ্ধ্ স।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ
ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।