হংসকিঙ্কিনী
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। তবে ঠাট নিয়ে মতভেদ আছে।

এর সমপ্রকৃতির রাগ প্রদীপকী প্রদীপকী রাগের মধ্যম ন্যাস স্বর। এই সূত্রে হংসকিঙ্কিনী থেকে এই প্রদীপকী রাগকে পৃথকভাবে চেনা যায়। এর আরোহণে শুদ্ধ গান্ধার ও নিষাদ ব্যবহৃত হয়। পক্ষান্তরে অবরোহণে কোমল গান্ধার ও কোমল নিষাদ ব্যবহৃত হয়। এই রাগে কাফি এবং খাম্বাজ রাগের স্বরবিন্যাস পাওয়া যায়।

    আরোহণ:  ণ্ স গম পন র্স।

    অবরোহণ : র্স ণ ধ প গমপ জ্ঞ র স।

    ঠাট : খাম্বাজ

    জাতি : ঔড়ব (ঋষভ ও ধৈবত বর্জিত)- সম্পূর্ণ।

    বাদীস্বর : প।

    সমবাদী স্বর : স।

    অঙ্গ :  পূর্বাঙ্গ প্রধান।

    সময় : দিবা তৃতীয় প্রহর।
    পকড় : গমপ, ণধপ, গ, মপ,  জ্ঞ র স।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।