কুমারী
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত পূরবী ঠাট-এর একটি রাগ বিশেষ। এই রাগে ধৈবত বর্জিত। রাগটি শান্ত প্রকৃতির।
 

 

     আরোহণ :  ঋ গ হ্ম প ন র্স

     অবরোহণ : র্স ন প হ্ম গঋ স
     
ঠাট : পূরবী

      জাতি : ষাড়ব-ষাড়ব

     বাদীস্বর :  

     সমবাদী স্বর :
     অঙ্গ : পূর্বাঙ্গ।

     সময় :  রাত্রি প্রথম প্রহর (সন্ধ্যাকালীন রাগ)।

     পকড় : স, ঋস, ঋগহ্মপ, হ্মগঋস


সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।