ক্ষণ-টোড়ি
উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে টোড়ি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ভিন্নমতে এই রাগ আশাবরী বা ভৈরবী ঠাটের অন্তর্গত। রাগটি অপ্রচলিত। এই রাগে উভয় নিষাদ ব্যবহৃত হয়। তবে দুই গান্ধার বা দুই ধৈবতও কেউ কেউ ব্যবহার করে থাকেন।

    আরোহণ:  ‌স,, রগম, রমপ, ণদপ, ণধর্স

    অবরোহণ : র্সদ, ণ প, মপ, জ্ঞ, র‌ গর, জ্ঞঋ, স

    ঠাট : টোড়ি  

    জাতি : সম্পূর্ণ -সম্পূর্ণ (বক্র)।

    বাদীস্বর : মধ্যম

    সমবাদী স্বর : ষড়্‌জ

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : দিবাভাগ।
    পকড় : স, ণ্‌প্, দ্‌স, রগম, পজ্ঞ, রজ্ঞ জ্ঞ্ঋস


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।