ললিত পঞ্চম
উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ। আরোহণে পঞ্চম বর্জিত। এর চলন বক্র।
দীনদয়ালের মতে—
প্রাত গেয় ললিত পঞ্চম মধ্যম বাদী
আরোহ প বর্জ্জ
পূর্বী ঠাট ষড়্জ সম্বাদী॥
আরোহণ:
ন্ ঋ
গ হ্ম, গ হ্ম ধ ন র্স
অবরোহণ
: র্স ন
দ, হ্ম দ হ্ম ম গ, প গ ঋ স
ঠাট
:
পূরবী ।
জাতি : ষাড়ব-সম্পূর্ণ (পঞ্চম বর্জিত)
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
প্রাতকাল।
পকড় : দপ,দহ্ম, মগ,
পগ।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২
সেপ্টেম্বর ১৯৮৭।