মালগুঞ্জী

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।  যেহেতু আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়, সে কারণে এই রাগকে কেউ কেউ খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ হিসাবে বিবেচনা করে থাকেন।

রাগেশ্রী, বাগেশ্রী ও জয়জয়ন্তী বা গারা রাগের সংমিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এর আরোহণে পঞ্চম বর্জিত। তবে দুই গান্ধার অবরোহণ ও অবরোহণে ব্যবহৃত হয়। দুই নিষাদের ভিতরে আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়।

  আরোহণ: ধ্ ণ্ স র গ, ম, ধ, ন র্স
অবরোহণ : র্স ণ ধ, প ম, গ ম, জ্ঞ র স
ঠাট : কাফি
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : মধ্যরাত্রি থেকে দ্বিতীয় প্রহরের শেষ ভাগ।
পকড় : গ ম জ্ঞ র স ণ্ ধ্ ণ্ স গ ম।

 

তথ্যসূত্র: