মারবা রাগ

ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত  মারবা ঠাটের রাগ বিশেষ এর অপর নাম মারোয়া। এই রাগে কোমল ঋষভ এবং তীব্র মধ্যম ছাড়া বাকি সকল স্বর শুদ্ধ। এর আরোহে ঋষভ ও নিষাদ বক্র। এই রাগের মীড়ের ব্যবহার নেই। এই রাগের পর কল্যাণ ঠাটের রাগে প্রবেশ সহজতর হয় বলে- কেউ কেউ একে 'পরমেল-প্রবেশক' রাগ হিসাবে উল্লেখ করে থাকেন।
 

আরোহণ:  স ঋ, গ, হ্ম ধ, নধ, র্স
অবরোহণ
: র্স নধ, হ্ম, গ, ঋ স
ঠাট
: মারবা
জাতি
: ষাড়ব -ষাড়ব (পঞ্চম বর্জিত)
বাদীস্বর
: ঋষভ
সমবাদী স্বর
: ধৈবত
সময় : দিবা তৃতীয় প্রহর।
পকড় : ধ হ্ম গ ঋ, গ হ্ম গ, ঋ স


তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।