শ্রবণ নমুনা

প্রিয়াঙ্কা গোপ
 

মধুবন্তী
সমনাম : অম্বিকা
সমপ্রকৃতির রাগ :
মুলতানী

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে টোড়ি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি একটি ক্ষুদ্র প্রকৃতির রাগ। রাগের শ্রী বৃদ্ধির জন্য বিবাদী কোমল নিষাদ ব্যবহার করা হয়।

আরোহণ: ন্‌স জ্ঞহ্ম প ন র্স
অবরোহণ : র্স ন দ প, হ্মজ্ঞ, ঋস
ঠাট :  টোড়ি
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : দিবা চতুর্থ প্রহর।
পকড় : ন্‌স, গহ্মপ, হ্মজ্ঞ রস