মঙ্গলবতী
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ধর্মবতী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।

   
আরোহণ:  স র জ্ঞ হ্ম প ধ র্স
   
অবরোহণ : র্সধ, পহ্মজ্ঞ রস
   
ঠাট : বাচস্পতি
   
জাতি : ষাড়ব (নিষাদ বর্জিত)।
   
বাদীস্বর : ঋষভ
   
সমবাদী স্বর : পঞ্চম
   
অঙ্গ :  পূর্বাঙ্গ।
   
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
    পকড় : র জ্ঞহ্মপ, জ্ঞর, সধ্‌স।


তথ্যসূত্র:
মগনগীত ও তান মঞ্জরী, তৃতীয় খণ্ড। চিন্ময় লাহিড়ী। ১৯ আগষ্ট, ১৯৮৪।