নীলাঞ্জনী

দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতির রাগ বিশেষ। ব্যাঙ্কটমুখী'র ৭২ মেলের
ধামবতী বা ধর্মমতী মেলের অন্তর্গত

    আরোহণ:  স, র জ্ঞ হ্ম ধ র্স

    অবরোহণ : র্স, ধ হ্ম জ্ঞ র ‌স

    ঠাট ধামবতী বা ধর্মমতী

    জাতি : ঔড়ব-ঔড়ব (পঞ্চম ও নিষাদ  বর্জিত) ।

    বাদীস্বর : গান্ধার

    সমবাদী স্বর : ধৈবত

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : রাত দ্বিতীয় প্রহর।
    পকড় : সর হ্মজ্ঞ, র স।


তথ্যসূত্র:
মগনগীত ও তান মঞ্জরী, তৃতীয় খণ্ড। চিন্ময় লাহিড়ী। ১৯ আগষ্ট, ১৯৮৪