|
নন্দকোষ
দক্ষিণ ভারতীয় রাগ বিশেষ। উত্তর ভারতীয় সঙ্গীতশিল্পরা এই গানটি প্রায়ই পরিবেশন করে
থাকেন। তবে এর ঠাট নির্ধারিত হয় নি।
আরোহণ: স, গ ম, দ, ন, র্স
অবরোহণ : র্স, ন দ প ম, গম জ্ঞ স
ঠাট :
জাতি : ঔড়ব (ঋষভ, পঞ্চম বর্জিত)- ষাড়ব (ঋষভ বর্জিত)।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়
:
রাত দ্বিতীয় প্রহর।
পকড় : সগ মধ, পম,
জ্ঞ স।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ
ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।