রায়সা কানাড়া
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। অবরোহণে ধৈবত ও গান্ধার বর্জিত। তবে রাগরূপ পরিস্ফুটনে বক্রভাবে এই দুই স্বর ব্যবহার করা হয়। এই সুঘরাই, সাহানা এবং হুসেনী কানাড়ার ছায়া এড়িয়ে এই রাগ পরিবেশন করতে হয়।


   
আরোহণ:  ণ্ সর জ্ঞ   মপ ধণ র্স
   
অবরোহণ : র্স ধ ণসধণ, প, ম জ্ঞ ম র, স
   
ঠাট : কাফি
    জাতি : সম্পূর্ণ-ঔড়ব।
   
বাদীস্বর : পঞ্চম (মতান্তরে ধৈবত)
   
সমবাদী স্বর : ষড়্‌জ (গান্ধার)
   
অঙ্গ :  উত্তরাঙ্গ।
   
সময় : রাত তৃতীয় প্রহর।
    পকড় : মপ ধণর্স, র্স, র্সধ ণসধণ প, রসর জ্ঞ মপ  জ্ঞ


তথ্যসূত্র:
গীতবল্লরী পঞ্চম ভাগ। শ্রীপ্রশান্ত দাশগুপ্ত।  ১৪ এপ্রিল, ১৯৭৩।