শিবানী
উত্তর ভারতীয় পদ্ধতিতে এই
রাগটিকে
কাফি
ঠাটের অন্তর্গত রাগ হিসেবে মান্য করে থাকেন। এতে উভয় গান্ধার পাশাপাশি ব্যবহার করা
হয় এবং বাকি স্বরগুলি শুদ্ধ। ললিত রাগে, যে ভাবে উভয় মধ্যম পাশাপাশি ব্যবহার
করা হয়। শিবানীতেও উভয় গান্ধার সেই ভাবে ব্যবহৃত হয়। এই
বিচারে বলা যায়−
ভূপালীতে উভয় গান্ধার ব্যবহার করলে, যে রূপটি পাওয়া যায়, তাই শিবানী।
এই রাগের প্রকৃতি শান্ত।
রাগটি অপ্রচলিত। ঠুমরী, দাদরা, গজলে রাগটি ব্যবহৃত হতে দেখা যায়। এই রাগে খেয়াল খুব
কম শোনা যায়।
আরোহণ
:
সর জ্ঞগ পধ র্স
অবরোহণ:
র্সধ প গজ্ঞ রসা
ঠাট
:
কাফি
জাতি : ঔড়ব-ঔড়ব (মধ্যম এবং নিষাদ বর্জিত)
বাদীস্বর :
গান্ধার
সমবাদী
স্বর :
ধৈবত
অঙ্গ
: পূর্বাঙ্গ।
সময়
: রাত্রি দ্বিতীয় প্রহর
পকড় : প্ধ্ সর জ্ঞ গর সর ধ্স
তথ্যসূত্র: