সুরট
সমপ্রকৃতির রাগ দেশ

উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। আরোহে শুদ্ধ নিষাদ এবং অবরোহে কোমল নিষাদ ব্যবহৃত হয়। আরোহে গান্ধার দুর্বল এবং মীড়সহযোগে ব্যবহৃত হয়। এই রাগে পঞ্চমও দুর্বল এবং বক্রভাবে ব্যবহৃত হয়।

    আরোহণ: স র ম প ন র্স

    অবরোহণ : র্স ণ ধ মপধ, মর ন্‌স

    ঠাট : খাম্বাজ
    জাতি : ঔড়ব (গান্ধার ও ধৈবত বর্জিত)-সম্পূর্ণ।

    বাদীস্বর : ঋষভ (মধ্যম ভিন্ন মত)

    সমবাদী স্বর : পঞ্চম (ষড়্‌জ ভিন্নমত)

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
    পকড় : ণধ, পমধ, ম, গর।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।