১. হিন্দু ধর্মমতে, যিনি জগতকে রক্ষা করেন এই অর্থে― যে সকল দেবতাকে 'অ' নামে অভিহিত করা হয়। এই দেবতারা হলেন অগ্নি , বিষ্ণু, ব্রহ্মা, পবনমহাদেব

২. বায়ু পুরাণের ২৬তম আধ্যায়ের ১২-২৬ শ্লোকে বলা হয়েছে- ব্রহ্মা আদিতে ওঙ্কার ধ্বনি সৃষ্টি করেন। এরপর চার মুখ থেকে  ১৪টি স্বরবর্ণ নির্গত হয়েছিল। এর ভিতরে অকার ছিল প্রথম স্বরধ্বনি। আর এই ধ্বনি থেকেই উৎপন্ন হয়েছিল শুক্লবর্ণের আদিমনু বা স্বায়ম্ভব মনু

৩. পাণিনির 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণ গ্রন্থ এবং নন্দিকেশ্বরকৃত কাশিকা থেকে জানা যায়- শিব তাঁর নৃত্য শেষে, তাঁর ঢাকে ১৪টি আঘাতের দ্বারা ১৪টি সূত্রের সৃষ্টি করেছিলেন। এই সূত্রকে বলা হয়- শিবসূত্র বা মাহেশ্বর সূত্র। এই সূত্রের প্রথমটি ছিল- অ ই উ ণ্। এই সূত্রের শেষ 'ণ্' ইৎ হবে বলে- তিনটি স্বরধ্বনি অ ই উ প্রাধান্য পায়।
 
সূত্র: