১. হিন্দু ধর্মমতে, যিনি জগতকে রক্ষা করেন এই অর্থে― যে সকল দেবতাকে 'অ' নামে অভিহিত করা হয়। এই দেবতারা হলেন অগ্নি , বিষ্ণু, ব্রহ্মা, পবনমহাদেব

বায়ু পুরাণে আছে, ব্রহ্মার চারটি মুখ থেকে ১৪টি স্বরবর্ণ নির্গত হয়েছিল। এর ভিতরে প্রথম বর্ণ হিসেবে নির্গত হয়েছিল 'অ'।  এই বর্ণ থেকে শুক্লবর্ণ আদিমনু স্বায়ম্ভুব মনুর সৃষ্টি হয়েছিল।
 
সূত্র: