অঙ্গদ
হিন্দু পৌরাণিক চরিত্র। কিষ্কিন্ধ্যাপতি বানররাজ
বালীর পুত্র। মায়ের নাম তারা।
রামের হাতে
বালী নিহত হলে-
বালীর ভাই
সুগ্রীব
রাজ্যলাভ করেন এবং অঙ্গদ যুবরাজ পদে অভিষিক্ত হন। বানর-সেনাবাহিনীর
অধিনায়ক হিসেবে
রামের সাথে
সীতার
উদ্ধারের জন্য লঙ্কায় যান। তিনি সম্পাতির
মাধ্যমে সীতার সন্ধান লাভ করেন।
রাবণ সাথে
রামের যুদ্ধের পূর্বে রাম অঙ্গদকে
রাবণের কাছে দূত হিসেবে পাঠান।
লঙ্কার যুদ্ধ শেষে, বিজয়ী রাম
সুগ্রীবকে
কিষ্কিন্ধ্যা রাজ্যে প্রতিষ্ঠিত করেন।
সুগ্রীব মৃত্যুর পর অঙ্গদ কিষ্কিন্ধ্যার রাজা হয়েছিলেন।