ধর্ম/ধর্মদেবতা
১.মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারী অতিপ্রাকৃতিক শক্তি বা শক্তিসমূহের প্রতি প্রবল বিশ্বাস। এই বিশ্বাস এবং এর থেকে উদ্ভুত বিধানের সমন্বয়ে সৃষ্ট মতবাদ হলো−ধর্ম। (ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিষ্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি)। ইংরেজি :
religion, faith, religious belief।
এঁর মাথা দুটি,
হাত সাতটি।
বামন পুরাণের মতে-
ধর্মের স্ত্রীর নাম অহিংসা।
এঁর গর্ভে ধর্মের চারটি
পুত্র জন্মে।
এঁরা হলেন- সন্যকার,
সনাতন,
সনক ও সনন্দ।
মহাভারতের মতে- ইনি
কুন্তীর মন্ত্রে আবিষ্ট হয়ে,
কুন্তীর সাথে মিলিত হন।
ফলে যুধিষ্ঠিরের জন্ম হয়।
মহাভারতের মতে- ধর্মের
ঔরসে বসুভার্যার গর্ভে অগ্নির জন্ম হয়।