হৈহয়
বানান বিশ্লেষণ: হ্+ঐ+হ্+হ+য়্+অ
উচ্চারণ:
ɦoi.ɦ
ɔo] (হোই.হয়্‌‌)

শব্দ-উৎস: हैहय (হৈহয়)>বাংলা হৈহয়।
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে জাতি বিশেষ কার্তবীর্যার্জুন ছিলেন এদের রাজা কার্তবীর্যার্জুনের মৃত্যুর পর হৈহয়রা অর্থকষ্টে পতিত হয় তখন তাঁরা তাঁদের পুরোহিত ভার্গবদের কাছে অর্থ প্রার্থনা করেন কিন্তু লোভী ভার্গবরা হৈহয়দের অর্থদান করলেন না তখন ক্রুদ্ধ হৈহয়রা ভার্গবদের হত্যা করে ধনসম্পত্তি লুণ্ঠন করেছিল।  হৈহয়, তালজঙ্ঘসহ অন্যান্য ক্ষত্রিয়রা সম্মিলিতভাবে ইক্ষ্বাকুবংশীয় রাজা বাহুকে পরাজিত করেন রাজা বাহুর পুত্র সগর এঁদের পরাভূত করে পিতৃরাজ্য উদ্ধার করেছিলেন