কৌরব
[কোউ.রব্] [kou.rɔb]
সংস্কৃত
कोरब (কৌরব)>বাংলা কৌরব।
১.
কুরু +অ
(অণ্)।
বিশেষণ
অর্থ :
১.
কুরু সম্বন্ধীয়
২. করুদেশজাত
২. কুরু +অ (অ)।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা|}
অর্থ :
১.
কুরু
রাজার পুত্র বা
কুরু রাজার বংশে জাত অধস্তন পুরুষসকল।
২.
কুরুবংশীয় ব্যক্তি বিশেষ।
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
কুরুবংশের সন্তান হিসেবে
ধৃতরাষ্ট্র
ও
পাণ্ডু উভয়ই কৌরব নামে পরিচিত ছিলেন।
তবে মহাভারতে বিশেষভাবে
ধৃতরাষ্ট্রের
পুত্রদের কৌরব নামে
অভিহিত করা হয়েছে।
সূত্র :
মহাভারত। বেদব্যাস। অনুবাদ : কালীপ্রসন্ন সিংহ।