পঞ্চদেবতা পূজা
হিন্দু ধর্মের স্মার্ত ও উদাসী সম্প্রদায়ের পঞ্চ দেবতার পূজাবিশেষ।

অষ্টাদশ শতাব্দীতে হিন্দু দার্শনিক আদি শঙ্কর এই পূজার প্রবর্তন করেন। এই দেবতারা হলেন- গণেশ, সূর্য, গণেশ, মহাদেব, বিষ্ণু দুর্গা। এই পূজার দর্শন হলো- পরমব্রহ্মের পাঁচটি রূপভেদ হলো এই পাঁচ দেবতা।

এই পূজায় প্রত্যেকটি দেবতার ছোট আকারের মূর্তি বা প্রতীক থাকে। একজন দেবতাকে কেন্দ্রে রেখে বাকি চার দেবতাকে চার দিকে স্থাপন করা হয়। যে দেবতা কেন্দ্রে থাকে, সেই দেবতার নামে পূজাটির নামকরণ করা হয়। যেমন গণেশ-কেন্দ্রিক পঞ্চদেবতা পূজা। এই পূজায় গণেশ থাকে কেন্দ্রে।  উপরে বাম দিকে থাকে মহাদেব, উপরের ডান দিকে থাকে দুর্গা, নিচে বাম দিকে থাকে বিষ্ণু এবং নিচের ডান দিকে সূর্য