রোহিণী
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনিতে এই নামে একাধিক চরিত্র রয়েছে। যেমন−
১. বসুদেব-এর স্ত্রী। এঁর গর্ভে বলরাম-এর জন্ম হয়। সেই সূত্রে ইনি বিষ্ণুর অংশ এবং অবতার। বসুদেব কংসের ভয়ে এঁকে ব্রজধামে নন্দালয়ে রেখে এসেছিলেন। কংসবধের পর ইনি মথুরায় ফিরে আসেন। যদুবংশ ধ্বংসের সময় বসুদেব নিহত হন। এই সময় রোহিণী অনুমৃতা হন।
২. কশ্যপ ও সুরভি'র কন্যা। এঁর গর্ভে রোহিণী নামক কামধেনু'র জন্ম হয়।
৩. শ্রীকৃষ্ণের একজন স্ত্রী।
৪. দক্ষের ২৭টি কন্যার মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী কন্যা। দক্ষ তাঁর ২৭টি কন্যাকেই চন্দ্রের সাথে বিবাহ দেন। চন্দ্র রোহিণীর প্রতি বেশি অনুরক্ত ছিলেন। এ কারণে তাঁর বাকি ২৬ জন স্ত্রী দক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। দক্ষ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলে চন্দ্র যক্ষ্মারোগে আক্রান্ত হন।