শিনি
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
যদুবংশী রাজা এবং কংসের পিতৃব্য।
শিনি
দেবকীকে স্বয়ংবর-সভা থেকে
দেবকীকে অপহরণ করার উদ্যোগ নিলে,
সোমদত্ত
তাঁকে বাধা দেন।
শিনি সোমদত্তকে পরাজিত করে,
তাঁকে পদাঘাত করেন।
এই অপমানের প্রতিশোধের জন্য সোমদত্ত
মহাদেবের
আরাধনা শুরু করেন।
সোমদত্তের প্রতি সন্তুষ্ট হয়ে
মহাদেব
বর দেন যে, তাঁর ঔরসে যে পুত্র জন্মগ্রহণ করেব, সে শিনি
ও শিনির পৌত্র সত্যাকিকে
যুদ্ধে পরাজিত করে সর্ব-সমক্ষে পদাঘাত করবে।
এর কিছুদিন পরমহাদেবের
বরে ভূরিশ্রবার জন্ম হয়।উল্লেখ্য
শিনির পুত্রের নাম ছিল সত্যক ও পৌত্র মহাবীর সত্যাকি।