শৌনক (পৌরাণিক, হিন্দু)
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
রাজা। তিনি
নৈমিষারণ্যে
দ্বাদশবার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। যজ্ঞানুষ্ঠান শেষে একদিন মহর্ষিদের সভায়
লোমহর্ষণ-পুৎত্র
সৌতি
আসেন। মহর্ষির তাঁর কাছে তাঁর
ভ্রমণকাহিনি অনুরোধ করলে,
জনমেজয়ের সর্পযজ্ঞ,
কুরু
ও
পাণ্ডবের
যুদ্ধ ইত্যাদি
সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেন।
শৌনকের এই সভায় বর্ণিত মহাভারতে সূচনা হয়েছে
লোমহর্ষণ-পুৎত্র
সৌতি'র অভিভাষণের
মধ্য দিয়ে।
[সূত্র :
মহাভারত।
অনুক্রমণিকাধ্যায়]