অআকখ
বানান বিশ্লেষণ : অ+আ+ক্+অ+খ্+অ।
উচ্চারণ:
ɔ.a.kɔ.kʰɔ (অ.আ.ক.খ)।
শব্দ-উৎস: দেশী শব্দ(নব্যসৃষ্ট), বাংলা
বাগধারা
পদ: বিশেষ্য ঊর্ধ্বক্রমবাচকতা { | মৌলিকনীতি | নীতি | সহজাত বিধি | ভাবনা | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: যে কোন বিষয়ের প্রাথমিক জ্ঞান।
সমার্থক শব্দাবলি প্রাথমিক জ্ঞান, প্রাথমিক পাঠ।
উদাহরণ:সে সঙ্গীতের অআকখ-ও জানে না।
ইংরেজি: ABC

সূত্র :