অচল
বানান বিশ্লেষণ: অ+চ+অ+ল্+অ
উচ্চারণ:
ɔ.cɔl (অ.চল্)

শব্দ-উৎস: সংস্কৃত অচল> বাংলা অচল
১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:

১.১. যা চলে না বা স্থির থাকে, এই অর্থে- অচল।
সমার্থক শব্দাবলি:  অকম্প, অচল, অটল, গতিহীন, চলনহীন, স্তব্ধ, স্থির।

বিপরীতার্থক শব্দ:

১.২. অপ্রচলিত, বা অব্যহার্য।
সমার্থক শব্দাবলি: অচল, বাতিল, মেকি, (অচল টাকা)

১.৩. দৃঢ় দশা
সমার্থক শব্দ:  অবিচলিত, দৃঢ়, স্থির
যেমন-অচল সিদ্ধান্ত


১.৪. নির্বাহ রহিত দশা।
সমার্থক শব্দ: অচল, অনির্বাহিত
যেমন- অচল সংসার
 
১.৫. চলনের অযোগ্য।
সমার্থক শব্দ: অচল, অবশ।
যেমন- অচল পা।

২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নাই) চল (গমন) যাহার/নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষ্য
অর্থ: যার চলাচল নাই, এই অর্থে- অচল বা স্থাবর বস্তু। এই অর্থে কিছু বিপুলাকার অচল বলা হয়। যেমন

২.২. যিনি স্থির থাকেন। এই অর্থে সৃষ্টকর্তা
সমার্থক শব্দাবলি:
      ২.২.১. হিন্দু মতে- ব্রহ্ম, পরমব্রহ্ম, শিব।
      ২.২.২. আত্মা।

২.৩. সাধারণভাবে গ্রহণের অযোগ্য বলে যার চল নাই
সমার্থক শব্দ: অচল, অযোগ্য।
যেমন- অচল লেখা।

২.৪. যা চলে না এবং স্থিরতা প্রদান করে।
সমার্থক শব্দাবলি: খিল, খোঁটা, গোঁজ, শঙ্কু।

যৌগিক শব্দ:

প্রত্যয়সাধিত শব্দ: অচলতা, অচলত্ব, অচলনীয়


সূত্র :