অদ্ভুত
বানান্ বিশ্লেষণ : অ-দ্+ভ্+উ+ত্+অ
উচ্চারণ:
ɔd̪.bʰu.t̪ (অদ্.ভুত্)
শব্দ-উৎস: সংস্কৃত অদ্ভুত> বাংলা অদ্ভুত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অৎ- √ভূ (হওয়া)+ উত (ডুতচ), কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: যা বিস্ময়করভাবে ঘটে।
সমার্থক শব্দাবলি: অদ্ভুত, অদ্ভুতুড়ে, আশ্চর্যজনক, বিস্ময়কর।