অকালবর্ষণ
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+ব্+অ+র্+ষ্+অ+ণ্+অ
উচ্চারণ:
অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য}+ বর্ষণ {√বৃষ্ (বর্ষণ করা) +অন, ভাববাচ্য}।
অকালে বর্ষণ/সপ্তমী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
অর্থ:
অসময়ে হওয়া বৃষ্টি, বর্ষা ভিন্ন অন্য ঋতুতে বর্ষণ।
সমার্থক শব্দাবলি: অকালবর্ষণ,
অকালবৃষ্টি।