অকালবর্ষণ
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+ব্+অ+র্+ষ্+অ+ণ্+অ
উচ্চারণ:
[.কাল্.বর্‌শ্‌.শোন্] [ɔ.kal.bɔrʃ.ʃon]
শব্দ-উৎস: সংস্কৃত কা + সংস্কৃত বর্ষণ>বাংলা অকালবর্ষণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: অসময়ে হওয়া বৃষ্টি, বর্ষা ভিন্ন অন্য ঋতুতে বর্ষণ।
সমার্থক শব্দাবলি: অকালবর্ষণ, অকালবৃষ্টি