অকালসহ
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+স্+অ+হ্+অ
উচ্চারণ:
[অ.কা.ল্.শ.হো]
[ɔ.kal.ʃɔ.ɦo]
শব্দ-উৎস:
সংস্কৃত
অকালসহ)>বাংলা
অকালসহ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য}+সহ {√সহ্ (সহ্য করা) +অ (অচ্), কর্তৃবাচ্য}
ন (নয়) কালসহ/নঞ্ তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ:
১. যে কালবিলম্ব সহ্য করে না।
সমার্থক শব্দাবলি: অকালসহ
বিপরীতার্থক শব্দ: অকালসহা [স্ত্রীলিঙ্গার্থে]
২. যে দুর্গ বা অবরোধ দীর্ঘসময় শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা হারায়।