অকালসন্ধ্যা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+স্+অ+ন্+ধ্+য্+আ
উচ্চারণ:
অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য}+ সন্ধ্যা {সম্- √ধ্যৈ (চিন্তা করা) + অ (অঙ)+আ (টাপ্)
অকালে আগত যে সন্ধ্যা/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য
অর্থ:
অসময়ে আগত সন্ধ্যা। রূপকার্থে পরিণত বয়সের আগে জীবনমৃত্যুর সন্ধিক্ষণকে অকালসন্ধ্যা
বলা হয়।
সমার্থক শব্দাবলি: অকালসন্ধ্যা