অকালসন্ধ্যা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+স্+অ+ন্+ধ্+য্+আ
উচ্চারণ:
[.কাল্.শোন্‌.ধা] [ɔ.kal.ʃon.d̪ʰa]
শব্দ-উৎস: সংস্কৃত काल (কা) + সংস্কৃত सन्ध्या  (সন্ধ্যা)+অকালসন্ধ্যা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: অসময়ে আগত সন্ধ্যা। রূপকার্থে পরিণত বয়সের আগে জীবনমৃত্যুর সন্ধিক্ষণকে অকালসন্ধ্যা বলা হয়।
সমার্থক শব্দাবলি: অকালসন্ধ্যা