অকালপক্বতা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+প্+অ+ক্+ব্+অ+ত্+আ
উচ্চারণ:
অ-কাল {অ-√কল্ (গণনা করা) +অ (ঘঞ্), করণবাচ্য}+ পক্ব {√পচ্ (পাক করা) +ত (ক্ত), কর্মবাচ্য}+তা (তল্)
অকালে পক্বতা/সপ্তমী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
অর্থ: অল্প বয়সেই বড়দের মতো আচরণ করে
এমন দশা।