অকামী
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ম্+ ঈ
উচ্চারণ: [.কা.মি] [ɔ.ka.mi]
শব্দ-উৎস:
সংস্কৃত कामी  অকামী>বাংলা অকামী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:

. যৌন কামনা নেই এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি:
অকামুক, কামনারহিত, কামনাবর্জিত, কামভাববর্জিত, সুরতেচ্ছারহিত।

২. লোভ বা বাসনা নেই এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি: অকামুক, বাসনাবর্জিত, লালসাবিহীন।
বিপরীতার্থক শব্দ: অকামিনী [স্ত্রীলিঙ্গার্থে]