অকারান্ত
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+আ+ন্+ত্+অ
উচ্চারণ: [.কা.রান্‌.তো] [ɔ.ka.ran.o]
শব্দ-উৎস: সংস্কৃত कार অকার + अन्त অন্ত>বাংলা অকারান্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: শব - এমন শব্দ।
উদাহরণ: কত =ক্+অ+ত্ +অ। এই শব্দের শেষের 'অ' শব্দের অকারান্ত সৃষ্টি করেছে।